বাঁকুড়ার বড়জোড়া বাজারে বিধ্বংসী আগুন , ক্ষতিগ্ৰস্থ বহু ব‍্যবসায়িক প্রতিষ্ঠান

8th April 2020 বাঁকুড়া
বাঁকুড়ার বড়জোড়া বাজারে বিধ্বংসী আগুন , ক্ষতিগ্ৰস্থ বহু ব‍্যবসায়িক প্রতিষ্ঠান


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : বিপর্যয় যেনো পিছু ছাড়ছে না বাঁকুড়া জেলার। আতঙ্কে মানুষ গৃহবন্দী। গতকাল বিকালে আগুন ধরে যায় বাঁকুড়ার ঐতিহ্যশালী পাহাড় শুশুনিয়ায়।বেলা গড়াতেই জেলাবাসী মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভূমিকম্পের। আঘাত কিছুটা সামলে নেওয়ার সময়ই আবার বিপর্যয। ভয়াবহ আগুনের  গ্রাসে বাঁকুড়ার বড়জোড়া বাজার। শুশুনিয়ার পর আগুনের লেলিহান শিখায় ভষ্মীভূত হয়ে গেল বড়জোড়া বাজার। বুধবার দুপুর তিনটা নাগাদ  শর্ট শার্কিটের ফলে আগুন লেগেছে বলে প্রাথমিক  অনুমান। নিমেষের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। ঘটনাস্থলে প্রাথমিকভাবে দুটি দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।  এই অগ্নিসংযোগের ফলে পুড়ে ছাই হয়ে যায় প্রায় দেড়শ টির মত স্থায়ী এবং অস্থায়ী দোকান। কয়েক লক্ষ ক্ষতির আশঙ্কা । বেশির ভাগ দোকানদার প্রান্তিক ব্যবসায়ী । লক ডাউনে ফলে এমনিতেই ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা, তার উপর অগ্নিকান্ডের ফলে দোকান পুড়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়লেন ব্যবসায়ীরা।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।